২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পিক্সেলমেটর কিনছে অ্যাপল

-

ম্যাকওএস ও আইওএস প্ল্যাটফর্মের জন্য জনপ্রিয় ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন (অ্যাপ) পিক্সেলমেটর। অ্যাপটি কিনছে টেক জায়ান্ট অ্যাপল। বড় প্রতিষ্ঠানের অংশ হওয়ার পর ছবি সম্পাদনার অ্যাপটির ইকোসিস্টেমে কী পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে তারা বলেছে যে, অন্তত ম্যাকওএসের জন্য পিক্সেলমেটর প্রো ও আইওএসের জন্য পিক্সেলমেটর অ্যাপে বড় ধরনের কোনো পরিবর্তন করা হবে না। অ্যাপলের অধিগ্রহণ ইতিহাসের দিকে তাকালে অনুমান করা যায় যে পিক্সেলমেটর স্বাধীনভাবে কাজ নাও করতে পারে। অ্যাপটির ফিচার সরাসরি অ্যাপলের ফটোজ অ্যাপের সাথে সমন্বয় করা হতে পারে। পিক্সেলমেটর বর্তমানে আইওএস, ম্যাকওএস, আইপ্যাডওএস ও ভিশনওএস প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করা যাচ্ছে। তবে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে অ্যাপটি ব্যবহারযোগ্য নয়। ২০০৭ সালে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তৈরি করা হয় ছবি সম্পাদনার এই অ্যাপ।


আরো সংবাদ



premium cement